শুক্রবার, ১০ জুন, ২০১৬
মঙ্গলবার, ৩১ মে, ২০১৬
বুধবার, ২৫ মে, ২০১৬
মহান ব্যক্তিদের বাণী
অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো।হেলেন কিলারঅনেক
কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না।আবুল ফজল
অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।শেক্সপিয়র
অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ ।স্যার টমাস ব্রাউন
অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো।হোমার
কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না।আবুল ফজল
অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।শেক্সপিয়র
অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ ।স্যার টমাস ব্রাউন
অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো।হোমার
রবিবার, ১ মে, ২০১৬
সময় মানুষকে কিভাবে বদলে দেয়
১টি ছেলে বিয়ে করার জন্য মেয়ে
দেখতে গেল।মেয়েটা তার ভাল
লাগলো। তারপর সবাই সবার সবকিছু
খোজ খবর নিলো।
তার ১৫ দিন পর ছেলেটার পক্ষ থেকে
মানুষ জন গিয়ে মেয়েটার হাতে
আংটি পড়িয়ে দেয় আর বিয়ের কথা
পাকা করে আসে।তারপরে তাদের
মাঝে ফোনালাপ চলতে থাকে।
তার ৩ দিন পর ফোনের আলাপ আলোচন
বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬
Tips post#8
সিম নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা
যাচাই করার পদ্ধতিঃ
১) গ্রামীণফোন নিবন্ধন যাচাইঃ
Message option গিয়ে reg লিখে 4949 এ send করুন।
ফিরতি ক্ষুদে বার্তায় কী লিখা পড়ুন।
২) বাংললিংক নিবন্ধন যাচাইঃ
বাংলালিংকের গ্রাহকরা *1600*1# ডায়াল করে
নিবন্ধন যাচাই করতে পারেন।
৩) রবি নিবন্ধন যাচাইঃ
যাচাই করার পদ্ধতিঃ
১) গ্রামীণফোন নিবন্ধন যাচাইঃ
Message option গিয়ে reg লিখে 4949 এ send করুন।
ফিরতি ক্ষুদে বার্তায় কী লিখা পড়ুন।
২) বাংললিংক নিবন্ধন যাচাইঃ
বাংলালিংকের গ্রাহকরা *1600*1# ডায়াল করে
নিবন্ধন যাচাই করতে পারেন।
৩) রবি নিবন্ধন যাচাইঃ
Love Story post#7
মেয়েঃ তুই একটা পাগল।ছেলেঃ হুম তোর জন্য।মেয়েঃ যা দুষ্টু ।ছেলেঃ আমি তোর দুষ্ট । শুধু তোর ।মেয়েঃ ভালোবাসিস ? ছেলেঃ কেনো সন্দেহ আছে নাকি ? মেয়েঃ হ্যাঁ আছে ।ছেলেঃ কিসের সন্দেহ ? মেয়েঃ একদিন আমাকে ভুলে যাবি জানি।ছেলেঃ আর কি জানিস ? মেয়েঃ আর জানি অনেক দূরে হারিয়ে যাবি।ছেলেঃ আর ? মেয়েঃ আর জানি আমাকে একটুও মিস করবি না ।ছেলেঃ আর ? মেয়েঃ আর বলবো না যাহ্ । ছেলেঃ বল না শুনি । খুব ভালো লাগছে শুনতে।মেয়েঃ ভালো তো লাগবেই সত্য কথা যে।ছেলেঃ কানের নিচে দুইটা খাবি ? এতো বেশী বেশী বুঝিস কেনো ? মেয়েঃ রেগে যাচ্ছিস কেনো ? ছেলেঃ রাগ করি নি ব্যাথা পেয়েছি । মেয়েঃ কোথায় দেখি তো ? ছেলেঃ বুকে কান লাগিয়ে দেখ ভেতরটা ব্যাথায় কাঁদছে ।মেয়েঃ কই দেখি ? হাতটা সরা জড়িয়ে ধরে শক্ত করে বুকে মাথা রাখি ।
ছেলেঃ আয় বুকে আয় । এভাবেইবুকে রাখবো তোকে জীবনভর।....Love Story post#6
১টা ছেলেপাখি ১টা মেয়েপাখিকে খুব
ভালবাসে,
হঠাৎ ১ দিন মেয়ে পাখিটি পায়ে খুব
ব্যথা পেয়ে
পা হারালো, মেয়ে পাখিটি
কাদতে কাদতে ছেলে পাখিকে
বললো,তুমি আমাকে ছেড়ে চলে যাবে
নাতো,
ছেলে পাখিটি একথা শুনে
তার নিজের ২ টি ডানা
কেটে দিয়ে বললো
'এবারতো আমি চাইলেও তোমাকে ছেড়ে
যেতে পারব না..
১দিন বড় ১টা তুফান এসে তাদের ঘর
ভেঙ্গে দিল,
তখন ছেলে পাখি মেয়ে
পাখিকে বলেছে তুমি চলেযাও নিরাপদ
জায়গায়,
আমার কথা
চিন্তা কর না,?
মেয়ে পাখিটা তার
কথা শুনে উড়ে চলে গেল নিরাপদ
জায়গায়.. ঝর, তুফান থামার পর
মেয়ে পাখিটা ফিরে এসে দেখলোভালবাসে,
হঠাৎ ১ দিন মেয়ে পাখিটি পায়ে খুব
ব্যথা পেয়ে
পা হারালো, মেয়ে পাখিটি
কাদতে কাদতে ছেলে পাখিকে
বললো,তুমি আমাকে ছেড়ে চলে যাবে
নাতো,
ছেলে পাখিটি একথা শুনে
তার নিজের ২ টি ডানা
কেটে দিয়ে বললো
'এবারতো আমি চাইলেও তোমাকে ছেড়ে
যেতে পারব না..
১দিন বড় ১টা তুফান এসে তাদের ঘর
ভেঙ্গে দিল,
তখন ছেলে পাখি মেয়ে
পাখিকে বলেছে তুমি চলেযাও নিরাপদ
জায়গায়,
আমার কথা
চিন্তা কর না,?
মেয়ে পাখিটা তার
কথা শুনে উড়ে চলে গেল নিরাপদ
জায়গায়.. ঝর, তুফান থামার পর
ছেলে পাখিটা মরে পড়ে আছে,
পাশে মাটিতে লেখা ছিল.."তুমি যদি
১বার
বলতে আমি তুমাকে ছেড়ে
যাবো না তাহলে আমি ঝর,তুফান
কে উপেক্ষা করে বেচে থাকতাম শুধু
তোমার জন্য।........
এই হল মেয়েদের সবাব
মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬
Educational Story post#5
একটি শিক্ষনীয় বিষয়ঃ
-----------------------------------
একটি সুন্দরি যুবতি মেয়ে একজন আলেম
কে প্রশ্ন করলো।
--------------
মেয়েঃ সৌন্দর্য যদি লুকিয়েই রাখতে
হবে, তবে কেন নারীকে স্রষ্টা এতো
সৌন্দর্য দিলেন।
আলেমঃ মা-মনি বলছি।
আগে বলো, তোমার হাতে কী? আর
এরকম কচ্ছপের মতো হাটছো কেন?
মেয়েঃ এগুলো ডিম। জোরে হাটলে
ভেঙ্গে যাবে তো, তাই।
আলেমঃ ভাঙলে অসুবিধা কী! ডিম
ভেঙ্গেই তো খেতে হবে।
মেয়েঃ কী যে বলেন ভেঙ্গে গেলে
তো সর্বনাশ। ডিম যাবে, রাস্তাও নষ্ট
হবে। কেউ আবার তাতে পিছলে পড়ে
আমাকে গালি দেবে।
আলেমঃ তার মানে, তুমি কি ডিম
ভেঙ্গে খেতে চাও না?
মেয়েঃ খেতে হলে আমি এই রাস্তায়
ভাঙবো কেন! বাসায় নেয়ার পর
আম্মুকে দিবো।আম্মু রান্নার সময়
ভেঙ্গে রান্না করবেন।
আলেমঃ দেখো মা-মনি সামান্য
একটা ডিম ভাঙ্গার জন্য নির্দিষ্ট স্থান
এবং পাত্র আছে। সবাই তা জানে। অথচ
সৃষ্টিজগতের শ্রেষ্ঠ জাতি নারীর
সৌন্দর্য যেথায় সেথায় প্রদর্শন করবে।
নির্দিষ্ট স্থান এবং পাত্র থাকবে না।
সেটা কি যুক্তিযুক্ত হল? শোনো মেয়ে
নারীদেরও সৌন্দর্য প্রদর্শনের জন্য
নির্দিষ্ট স্থান ও পাত্র আছে।
সেখানেই সৌন্দর্য প্রদর্শন করো, অন্য
কোথাও না।
----------------
এখানে নারীর সৌন্দর্য প্রদর্শনের
স্থান হল ঘর। আর নারীদের সৌন্দর্য দেখার
একমাত্র অধিকার তার স্বামীর।আর অন্য
কারো সে অধিকার নাই।
ইসলাম নারীর জন্য পর্দা ফরজ করে
দিয়েছে। ঘরের বাহিরে যেতে হলে
অবশ্যই পর্দা করতে হবে তোমার সৌন্দর্য
যেন অন্য কেউ না দেখে।
তুমি তোমার সৌন্দর্য যেখানে
সেখানে প্রদর্শন করতে পারবেনা। আর
যাকে তাকে তোমার সৌন্দর্য
দেখাতে পারবেনা।
অতএব, তুমি সৌন্দর্য প্রদর্শন করবে তোমার
স্বামীর জন্য তাও নির্দিষ্ট স্থানে। অন্য
কোথাও নয়।
-----------------------------------
একটি সুন্দরি যুবতি মেয়ে একজন আলেম
কে প্রশ্ন করলো।
--------------
মেয়েঃ সৌন্দর্য যদি লুকিয়েই রাখতে
হবে, তবে কেন নারীকে স্রষ্টা এতো
সৌন্দর্য দিলেন।
আলেমঃ মা-মনি বলছি।
আগে বলো, তোমার হাতে কী? আর
এরকম কচ্ছপের মতো হাটছো কেন?
মেয়েঃ এগুলো ডিম। জোরে হাটলে
ভেঙ্গে যাবে তো, তাই।
আলেমঃ ভাঙলে অসুবিধা কী! ডিম
ভেঙ্গেই তো খেতে হবে।
মেয়েঃ কী যে বলেন ভেঙ্গে গেলে
তো সর্বনাশ। ডিম যাবে, রাস্তাও নষ্ট
হবে। কেউ আবার তাতে পিছলে পড়ে
আমাকে গালি দেবে।
আলেমঃ তার মানে, তুমি কি ডিম
ভেঙ্গে খেতে চাও না?
মেয়েঃ খেতে হলে আমি এই রাস্তায়
ভাঙবো কেন! বাসায় নেয়ার পর
আম্মুকে দিবো।আম্মু রান্নার সময়
ভেঙ্গে রান্না করবেন।
আলেমঃ দেখো মা-মনি সামান্য
একটা ডিম ভাঙ্গার জন্য নির্দিষ্ট স্থান
এবং পাত্র আছে। সবাই তা জানে। অথচ
সৃষ্টিজগতের শ্রেষ্ঠ জাতি নারীর
সৌন্দর্য যেথায় সেথায় প্রদর্শন করবে।
নির্দিষ্ট স্থান এবং পাত্র থাকবে না।
সেটা কি যুক্তিযুক্ত হল? শোনো মেয়ে
নারীদেরও সৌন্দর্য প্রদর্শনের জন্য
নির্দিষ্ট স্থান ও পাত্র আছে।
সেখানেই সৌন্দর্য প্রদর্শন করো, অন্য
কোথাও না।
----------------
এখানে নারীর সৌন্দর্য প্রদর্শনের
স্থান হল ঘর। আর নারীদের সৌন্দর্য দেখার
একমাত্র অধিকার তার স্বামীর।আর অন্য
কারো সে অধিকার নাই।
ইসলাম নারীর জন্য পর্দা ফরজ করে
দিয়েছে। ঘরের বাহিরে যেতে হলে
অবশ্যই পর্দা করতে হবে তোমার সৌন্দর্য
যেন অন্য কেউ না দেখে।
তুমি তোমার সৌন্দর্য যেখানে
সেখানে প্রদর্শন করতে পারবেনা। আর
যাকে তাকে তোমার সৌন্দর্য
দেখাতে পারবেনা।
অতএব, তুমি সৌন্দর্য প্রদর্শন করবে তোমার
স্বামীর জন্য তাও নির্দিষ্ট স্থানে। অন্য
কোথাও নয়।
Educational Story post#4
নবী (সা.) বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তাআ’লা তার প্রতি দশ বার রহমত বরষন করবেন- “আল্লাহুম্মা সাল্লি ’আলা মুহাম্মাদিঁওয়া ’আলা আলি মুহাম্মাদিন্ কামা সাল্লায়তা ’আলা ইব্রাহীমা ওয়া ’আলা ’আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজিদ আল্লাহুম্মা বারিক ’আলা মুহাম্মাদিঁওয়া’আলা আলি মুহাম্মাদিন্ কামা বারাকতা ’আলা ইব্রাহীমা ওয়া ’আলা ’আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজিদ এবং তিনি (সা.) আরো বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকেলে দশবার দুরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে ।” [তাবারানী, মাজময়াউজ জাওয়াঈদ-১০/১২০, সহীহ আত-তারগীব ওয়াত তারহীব-১/২৭৩]
Educational Story post#3
এক হুযুর সাহেব প্রতিদিন একটি
নির্দিষ্ট
বাসে করে বাড়ি হতে মাদ্রাসায়
যাওয়া
আসা করতেন। একদিন হুযুর ভাড়া
দিলে ফেরত
হিসাবে ৫০ টাকা বেশি পেলেন,
ভাবলেন
বাসে করে বাড়ি হতে মাদ্রাসায়
যাওয়া
আসা করতেন। একদিন হুযুর ভাড়া
দিলে ফেরত
হিসাবে ৫০ টাকা বেশি পেলেন,
ভাবলেন
রবিবার, ১৩ মার্চ, ২০১৬
বুধবার, ৯ মার্চ, ২০১৬
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)