মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬

Educational Story post#3

এক হুযুর সাহেব প্রতিদিন একটি
নির্দিষ্ট
বাসে করে বাড়ি হতে মাদ্রাসায়
যাওয়া
আসা করতেন। একদিন হুযুর ভাড়া
দিলে ফেরত
হিসাবে ৫০ টাকা বেশি পেলেন,
ভাবলেন



হেলপার হয়তো ভূল করে ৫০ টাকা
বেশি
দিয়েছে তাকে টাকাটা ফেরত
দিতে হবে
কি হবে এই ৫০ টাকা নিয়ে !!
পাপের বোঝাটাই শুধু বাড়বে !!
.
কিন্তু পরক্ষনই শয়তান
তার অন্তরে দোলা দিলো এই ৫০
টাকা ফেরত
না দিলে কি এমন ক্ষতি হবে !! না
দিলেই
তো হয় এভাবে বাসে করে যেতে
যেতে
নিজের চেতনার মধ্যে যুদ্ধ করতে
করতে
যেতে লাগলেন, অবশেষে সত্যের
জয় হলো
গন্তব্যে পৌঁছে ৫০ টাকা বের করে
হেলপারকে দিয়ে বললেন, ভাই
আপনি হয়তো
ভূল করে এই ৫০ টাকা বেশি
দিয়েছিলেন এই
নিন, হেলপার বললো হুযুর আসলে
আমি একজন
অমুসলিম ইসলামের প্রতি কিছুটা
আগ্রহ
থাকার কারনে আপনাকে পরীক্ষা
করতে
চাইছিলাম তাই ইচ্ছা করে টাকা
টা
আপনাকে বেশি দিছিলাম আপনার
কাছে
আমি শিগ্রই যাবো। ||
শ্রেষ্ট ধর্মের জন্য ||
.
হুযুর সাহেব বাস থেকে নেমে
কাঁপতে
লাগলেন, এখনি কি হতো মাত্র ৫০
টাকার
জন্য তিনি ইসলামকে বিক্রি করতে
যাচ্ছিলেন তবে আল্লাহ রক্ষা
করেছেন।
.
আপনার কাজের উপরেই ইসলামের জয়
এবং ইসলাম কায়েম .....
আল্লাহ পাক এই থেকে
আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক
দান করুন।।।
আমিন ।