বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬

Love Story post#7

মেয়েঃ তুই একটা পাগল।ছেলেঃ হুম তোর জন্য।মেয়েঃ যা দুষ্টু ।ছেলেঃ আমি তোর দুষ্ট । শুধু তোর ।মেয়েঃ ভালোবাসিস ? ছেলেঃ কেনো সন্দেহ আছে নাকি ? মেয়েঃ হ্যাঁ আছে ।ছেলেঃ কিসের সন্দেহ ? মেয়েঃ একদিন আমাকে ভুলে যাবি জানি।ছেলেঃ আর কি জানিস ? মেয়েঃ আর জানি অনেক দূরে হারিয়ে যাবি।ছেলেঃ আর ? মেয়েঃ আর জানি আমাকে একটুও মিস করবি না ।ছেলেঃ আর ? মেয়েঃ আর বলবো না যাহ্ । ছেলেঃ বল না শুনি । খুব ভালো লাগছে শুনতে।মেয়েঃ ভালো তো লাগবেই সত্য কথা যে।ছেলেঃ কানের নিচে দুইটা খাবি ? এতো বেশী বেশী বুঝিস কেনো ? মেয়েঃ রেগে যাচ্ছিস কেনো ? ছেলেঃ রাগ করি নি ব্যাথা পেয়েছি । মেয়েঃ কোথায় দেখি তো ? ছেলেঃ বুকে কান লাগিয়ে দেখ ভেতরটা ব্যাথায় কাঁদছে ।মেয়েঃ কই দেখি ? হাতটা সরা জড়িয়ে ধরে শক্ত করে বুকে মাথা রাখি ।
ছেলেঃ আয় বুকে আয় । এভাবেইবুকে রাখবো তোকে জীবনভর।....